ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

সিন্ধুতে তারাবিহতে মসুল্লিদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিন্ধুতে তারাবিহতে মসুল্লিদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা

রমজানে তারাবিহর নামাজ আদায়ে মসুল্লিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ কর্তৃপক্ষ। চিকিৎসক ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শ করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ।

পাকিস্তানে এ পর্যন্ত ১১ হাজার ৪২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২৩৭ জন করোনা আক্রান্ত। গত মাসে ধর্মীয় নেতাদের চাপের মুখে পাকিস্তান সরকার মসজিদে সাধারণ মসুল্লিদের জামাতে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল।

টেলিভিশনে দেওয়া ভাষণে মুরাদ আলি বলেন, ‘রমজানের তারাবিহ জনগণের বাসায় আদায় করা উচিৎ বলে সিদ্ধান্ত নিয়েছে সিন্ধু সরকার। আমাদের হাসপাতালগুলোতে রোগীদের অতিরিক্ত চাপ রয়েছে। আমাদের স্বাস্থ্যব্যবস্থা ভেঙ্গে পড়ুত তা আমরা চাই না।’

গত চার সপ্তাহ ধরে সিন্ধুর মসজিদে সাধারণ মসুল্লিদের জুমা আদায় বন্ধে শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত কারফিউ জারি করা হচ্ছে। তবে মসজিদের ইমামসহ তিন থেকে পাঁচ জনকে জুমায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তারাবিহর ক্ষেত্রে একই নিয়ম বহাল থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়