ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

যৌনকর্মের মাধ্যমে ছড়ায় না করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যৌনকর্মের মাধ্যমে ছড়ায় না করোনাভাইরাস

করোনাভাইরাসের অনেক রহস্য এখনও অজ্ঞাত আছে গবেষকদের কাছে। জ্বর,গলাব্যথা ও সর্দির বাইরেও এই ভাইরাসে আক্রান্তদের নতুন কিছু লক্ষণও দেখা যাচ্ছে। হাঁচি-কাশি কিংবা আক্রান্তের ব্যক্তির সংস্পর্শে আসলে সংক্রমিত এই ভাইরাসটি যৌনকর্মের মাধ্যমে ছড়ায় কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন।

ইউনিভার্সিটি অব উতাহর বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় জানিয়েছেন, যৌনকর্মের  মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় না। সম্প্রতি ফার্টিলিটি অ্যান্ড স্টারিলিটি সাময়িকী গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

করোনায় আক্রান্ত চীনা পুরুষদের ওপর এ গবেষণাটি পরিচালিত হয়েছে। এতে পুরুষদের বীর্য বা শুক্রাশয়ে করোনাভাইরাসের অস্তিত্ত্ব পাওয়া যায়নি।

গবেষণা প্রতিবেদনের সহ-লেখক ইউরোলোজির অধ্যাপক জেমস এম হোটালিং বলেন, ‘এই ক্ষুদ্র ও প্রাথমিক গবেষণায় কোভিড-১৯ যে ভাইরাসের কারণে হয় তার অস্তিত্ত্ব শুক্রাশয় বা বীর্যে না পাওয়া একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান। কোভিড-১৯ এর মতো রোগ যদি যৌনকর্মের মধ্যে সংক্রমিত হতো তাহলে এটি রোগ প্রতিরোধ ব্যবস্থায় বড় প্রভাব ফেলতো এবং পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতায় দীর্ঘমেয়াদি গুরুতর প্রভাব ফেলতো।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ