ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২৮ লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৮ লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে এই ভাইরাসের প্রথম রোগী সনাক্ত হয়। এরপর বিশ্বের ২১০টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে ছড়িয়ে পড়েছে ক্ষীপ্র গতির এই ভাইরাস। মাত্র ১১৬ দিনের মধ্যে আক্রান্ত করেছে ২৮ লাখ ১ হাজার ৬৪৯ জনকে। প্রাণ কেড়ে নিয়েছে ১ লাখ ৯৫ হাজার ৪৩৮ জনের। এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৭ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৩ হাজার ৭৭৫ জন। যা মোট আক্রান্তের প্রায় তিন ভাগের একভাগ। ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন আক্রান্ত হয়েছে স্পেনে। ইতালিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৯৯৪ জন।

ফ্রান্সে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮২৮ জন। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ১৫৯ জন। যুক্তরাজ্যে এই ভাইরাস আক্রান্ত করেছে ১ লাখ ৪৩ হাজার ৪৬৪ জনকে। আর তুরস্কে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৯১২ জন।

এ ছাড়া ইরানে ৮৮ হাজার ১৯৪, চীনে ৮২ হাজার ৮০৪, রাশিয়ায় ৬৮ হাজার ৬২২ ও ব্রাজিলে ৫১ হাজার ৭৩ জন আক্রান্ত হয়েছে রহস্যময় এই ভাইরাসে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়