ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইকুয়েডর ও ইন্দোনেশিয়ায় ভেন্টিলেটর পাঠাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৬, ২৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইকুয়েডর ও ইন্দোনেশিয়ায় ভেন্টিলেটর পাঠাবে যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার হাত বাড়ালো যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার তিন দেশ ইকুয়েডর, এল সালভাদর ও হন্ডুরাস এবং এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ভেন্টিলেটর পাঠাবে তারা। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটে এ খবর জানা গেছে।

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত হয়েছে লাতিন আমেরিকার গরীব দেশ ইকুয়েডর, এল সালভাদর ও হন্ডুরাস। দুর্বল স্বাস্থ্য ব্যবস্থাপনার কারণে ভুগছে দেশগুলো। সম্প্রতি হন্ডুরাস প্রেসিডেন্ট হুয়ান ওরলান্দো হার্নান্দেস সাহায্য চেয়েছিলেন ট্রাম্পের কাছে। অন্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানের সঙ্গেও কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

শুক্রবার ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘কেবলই কথা হলো আমার বন্ধু ও ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে। ভেন্টিলেটরের কথা জানতে চেয়েছে, আমরা তা পাঠাবো। আমাদের মধ্যে দারুণ সহযোগিতাপূর্ণ সম্পর্ক।’

ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনোর সঙ্গেও কথাবার্তা হয়েছে জানিয়ে ট্রাম্প যোগ করেছেন, ‘তাদের ভেন্টিলেটর খুব প্রয়োজন। সম্প্রতি এগুলো আমাদের দেশে অনেক উৎপাদন হয়েছে এবং অন্যভাবেও তাদের সাহায্য করতে চাই। করোনাভাইরাসের বিরুদ্ধে তারা কঠিন লড়াই করছে।’

অভিবাসনে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করায় এল সালভাদরের প্রশংসা করে ট্রাম্প বলেছেন, ‘ভেন্টিলেটর দিয়ে তাদের সহায়তা করতে চাই, যেটা তাদের খুব দরকার। দক্ষিণ সীমান্তে অভিবাসনে তারা আমাদের সঙ্গে ভালো কাজ করেছে।’


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়