ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

বিশ্বে করোনা থেকে সুস্থ ৮ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ২৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বে করোনা থেকে সুস্থ ৮ লাখের বেশি

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়লেও সুস্থ হওয়ার সংখ্যাও কম নয়। শনিবার সারা বিশ্বে ৮ লাখের বেশি মানুষের সুস্থ হওয়ার খবর মিলেছে।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যাই বেশি। ২৮ লাখ ৩১ হাজার ৭৮৫ জন আক্রান্তের মধ্যে ৮০ শতাংশ মানুষ করোনা জয় করেছে। এ সংখ্যা ৮ লাখ ৬ হাজার ৯৫৩ জন।

করোনায় প্রাণহানি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩০৬ জনের। আক্রান্তের ৯৭ শতাংশের হালকা উপসর্গ এবং ৩ শতাংশ রোগী সংকটাপন্ন।

সবচেয়ে বেশি সুস্থ হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ১০ হাজার ৪৩২ জন। এরপর ১ লাখ ৯ হাজার ৮০০ জন নিয়ে দ্বিতীয় স্থানে জার্মানি। ৯২ হাজার ৩৫৫ জন সুস্থ হয়েছে স্পেনে। তাদের পরে আছে চীন ও ইরান।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়