ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কাতারে ঝড়ে উড়ে গেল করোনা রোগীদের হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাতারে ঝড়ে উড়ে গেল করোনা রোগীদের হাসপাতাল

প্রবল ঝড় ও বৃষ্টিপাতে কাতারের একটি  মাঠে করোনায় আক্রান্তদের জন্য নির্মিত অস্থায়ী হাসপাতাল তছনছ হয়ে গেছে। শুক্রবার আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

দুই সপ্তাহ আগে দোহার উত্তরে উম্ম সালাল এলাকায় হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল। শুক্রবার ঝড়ে হাসপাতালটি তছনছ হয়ে যায়। এসময় অনেক যন্ত্রপাতিও উড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের ছাদ উড়ে গিয়ে একটি গাড়ির উপর পড়েছে। অনেকে ঘটনাস্থল থেকে দৌঁড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছিলেন। এ ঘটনায় অবশ্য কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

কাতারে এ পর্যন্ত ১৩ হাজার ৪০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৭২ জন। আর মারা গেছেন ১০ জন।




ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়