ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিশ্বব্যাপী ৯০ হাজার স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বব্যাপী ৯০ হাজার স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত

বিশ্বব্যাপী অন্তত ৯০ হাজার স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অবশ্য সুরক্ষা সরঞ্জামের অভাবে এ সংখ্যা দ্বিগুণ হবে সেই সম্ভাবনাই বেশি। বুধবার ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) এ তথ্য জানিয়েছে।

জেনেভাভিত্তিক সংগঠনটি  জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৬০ জনের বেশি নার্স মারা গেছেন।  এক মাস আগে এই সংখ্যা ছিল ১০০।

আইসিএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড ক্যাটন বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের শিকার স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ২৩ হাজার থেকে বেড়ে ৯০ হাজার ছাড়িয়ে গেছে যা আমাদের ধারণার চেয়ে বেশি। তবে এই সংখ্যা এখনও কম, কারণ এই তালিকায় বিশ্বের সব দেশকে অন্তর্ভূক্ত করা হয়নি।’

৩০ টি দেশের নার্সিং অ্যাসোসিয়েশন, সরকার ও সংবাদমাধ্যমের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ৯০ হাজারের সংখ্যা জানা গেছে। তবে আইসিএনের অন্তর্ভূক্ত আছে ১৩০টি দেশের সংগঠন। এতে নিবন্ধিত নার্সের সংখ্যা দুই কোটির বেশি।

বিশ্বব্যাপী ৩৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে উল্লেখ করে ক্যাটন বলেন, ‘আমরা যদি স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণের হার ৬ শতাংশ ধরি, তাহলে বৈশ্বিকভাবে করোনার সংক্রমণের শিকার স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ২ লাখের বেশি হবে।’

তিনি বলেন, ‘কলঙ্কজনক ব্যাপার হচ্ছে, বিভিন্ন দেশের সরকার ধারাবাহিকভাবে এই তথ্য সংগ্রহ করছে না ও এই বিষয়টি জানাচ্ছে না। আমাদের কাছে মনে হচ্ছে, তারা চোখ বন্ধ করে রেখেছে, যেটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আরো জীবনকে কেড়ে নেবে।’

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়