ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আর্জেন্টিনার রাজধানীতে কোয়ারেন্টাইন থাকছে ২৪ মে পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৭, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্জেন্টিনার রাজধানীতে কোয়ারেন্টাইন থাকছে ২৪ মে পর্যন্ত

রাজধানী বুয়েন্স আয়ার্সে কোয়ারেন্টাইনের সময়সীমা ২৪ মে পর্যন্ত বাড়ালো আর্জেন্টিনা। কিন্তু দেশের অন্য শহরগুলোতে করোনাভাইরাসের বিধিনিষেধ শিথিল করা হচ্ছে জানালেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। শুক্রবার টেলিভিশন বার্তায় তিনি বলেছেন, রোববার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও রাজধানীতে তা বহাল থাকছে।

ফার্নান্দেজ বলেছেন, আর্জেন্টাইনরা কঠোর সামাজিক বিধিনিষেধ মানায় তিনি ‘খুবই গর্বিত’। তাদের সহায়তায় সংক্রমণ ও মৃত্যুর হার নিয়ন্ত্রণের রাখা গেছে বললেন তিনি। ২০ মার্চ প্রথমবার লকডাউন ঘোষণার পর থেকে ঘরবন্দি আর্জেন্টাইনরা। তবে এপ্রিলের শেষ দিকে দিনের বেলায় ঘর থেকে কিছুটা দূরে হাঁটার অনুমতি দেওয়া হয়।

বুয়েন্স আয়ার্স মেয়র হোরাসিও রদ্রিগেজ লারেতা সংবাদ সম্মেলনে বলেছেন, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মা বাবার সঙ্গে কিছুক্ষণের জন্য বাইরে যেতে পারবে শিশুরা।

৭ সপ্তাহ ধরে আর্জেন্টিনায় চলছে কোয়ারেন্টাইন। আগেও তিনবার এর সময়সীমা বাড়ানো হয়েছে। শুক্রবার পর্যন্ত দেশটিতে ৫ হাজার ৬১১ জন নিশ্চিত আক্রান্তের খবর মিলেছে, মৃত্যু হয়েছে ২৯৩ জনের।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ