ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কোয়ারেন্টাইনে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ফাউচি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোয়ারেন্টাইনে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ফাউচি

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি

হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্কফোর্সের শীর্ষস্থানীয় সদস্য ডা. অ্যান্থনি ফাউচি নিজেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখেছেন। কোভিড-১৯ পজিটিভ হওয়া ব্যক্তির সংস্পর্শে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ।

যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি ও সংক্রামক ব্যাধি ইন্সটিটিউটের পরিচালকের করোনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল নেগেটিভ এসেছে। তবে সতর্কতা হিসেবে প্রতিদিন পরীক্ষা করাবেন তিনি।

ইন্সটিটিউট জানিয়েছে, ওই ব্যক্তির সংস্পর্শে যাওয়ায় ফাউচির করোনা ‘ঝুঁকি খুবই কম’। তবে ‘যথার্থ সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে কোয়ারেন্টাইনে থেকে নিজের দায়িত্ব পালন করবেন আমেরিকার এই রোগ বিশেষজ্ঞ।

ঘরে থেকে অনলাইনে কাজ করবেন ফাউচি। তবে হোয়াইট হাউজ থেকে ডাক এলে যাবেন এবং সব ধরনের পূর্বসতর্কতা বজায় রাখবেন।

খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার স্টিফেন হান এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রবার্ড রেডফিল্ডের পর হোয়াইট হাউজ করোনা টাস্কফোর্সের তৃতীয় ব্যক্তি হিসেবে সেল্ফ কোয়ারেন্টাইনে ফাউচি।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়