ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইসরায়েলে বাড়ি থেকে চীনা রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইসরায়েলে বাড়ি থেকে চীনা রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার

ইসরায়েলের তেল আবিবে নিজের বাসভবন থেকে চীনা রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ইসরায়েলি পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র রাষ্ট্রদূত ডু উয়েইয়ের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাননি। ৫৭ বছরের উয়েই গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রদূত হয়ে ইসরায়েলে এসেছিলেন।

তিনি বলেন, ‘নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ ঘটনাস্থলে আছে।’

অজ্ঞাতনামা এক জরুরি স্বাস্থ্যসেবা কর্মীর বরাত দিয়ে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২টিভি জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, ঘুমের মধ্যে স্বাভাবিক মৃত্যু হয়েছে রাষ্ট্রদূত উয়েইর।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়