ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মেক্সিকোতে একদিনে তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০০, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মেক্সিকোতে একদিনে তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত

বৃহস্পতিবার সন্ধ্যায় মেক্সিকোতে প্রায় ৩ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মহামারি শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৫৬৭ জন, ব্রাজিল ও পেরুর পর লাতিন আমেরিকায় তৃতীয় সর্বোচ্চ।

নতুন করে আরো ৪২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটিতে, মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৫১০ জন। গত বুধবার একদিনে রেকর্ড ৪২৪ জন প্রাণ হারায় করোনায়।

মহামারি বিশেষজ্ঞ ও দেশের ডেপুটি স্বাস্থ্য সচিব হুগো লোপেজ গাতেল বলেছেন, অন্তত ৩১ মে পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলতে হবে মেক্সিকানদের এবং ঘরেই থাকতে হবে। বিশেষ করে তাবাসকো প্রদেশকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে বলেছেন তিনি, কারণ মে মাসের শুরুতে করোনার বিধিনিষেধ শিথিল করার পর সেখানে আবার সংক্রমণ বাড়তে থাকে।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়