ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জুমার নামাজের জন্য খুলে দেওয়া হলো গির্জা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জুমার নামাজের জন্য খুলে দেওয়া হলো গির্জা

বিপুল সংখ্যক মুসল্লিকে স্বাভাবিক সময় জুমার নামাজের জন্য এমনিতেই জায়গা দেওয়া যায় না। করোনার সংকটকালে যেখানে সামাজিক দূরত্ব মেনে নামাজের কাতারে দাঁড়াতে হয়, সেখানে তো স্থান সংকুলান হওয়া আরও মুশকিল। তাই মুসল্লিদের নামাজ আদায়ের জন্য জার্মানিতে একটি গির্জা খুলে দেওয়া হয়েছিল শুক্রবার। একে ‘ধর্মীয় সম্প্রীতির অপূর্ব বহিঃপ্রকাশ’ বলে প্রশংসা করেছেন অনেকে।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, চলতি মাসের প্রথম দিকে জার্মানির উপাসনালয়গুলো খুলে দেওয়া হয়েছে। তবে প্রার্থনাকারীদের ভেতরে প্রবেশের পর দেড় মিটার দূরে দূরে দাঁড়াতে হয়। শুক্রবার বার্লিনের নিউকোয়েল্লন জেলার দ্য দার আসসালাম মসজিদে শতাধিক মুসল্লিতে গিয়েছিলেন নামাজ আদায় করতে। সামাজিক দূরত্বের নির্দেশনা মানলে মসজিদের ভেতরে দাঁড়াতে পারে মাত্র ৫০ জন মানুষ। এই পরিস্থিতিতে সামনে এগিয়ে আসে কাছের মার্থা লুথেরান গির্জা।

মসজিদের ইমাম তাহা সাবরি বলেন, গির্জা কর্তৃপক্ষ আমাদের কাছে জানতে চাইছিল, ‘আপনাদের প্রার্থণার জন্য জায়গা প্রয়োজন? এই সময়ে এটি সম্প্রীতির অভূতপূর্ব চিহ্ন। এই মহামারি আমাদেরকে একটি গোষ্ঠীতে পরিণত করেছে। সংকট সব মানুষকে একজোট করেছে।’

গির্জার যাজক মনিকা মাত্তিহাস বলেন, ‘আমি নিজেও মুসলমানদের প্রার্থনায় অংশ নিয়েছি। আমি জার্মান ভাষায় বক্তব্য দিয়েছি। প্রার্থনার সময় আমি কেবল হ্যা, হ্যা, হ্যা বলেছি। কারণ আমাদের একই দৃষ্টিভঙ্গি রয়েছে এবং আমরা আপনাদের কাছ থেকে শিখতে চাই। একে অপরকে অনুভব করার এটি সুন্দর প্রক্রিয়া।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়