ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুর্নীতির মামলায় কাঠগড়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দুর্নীতির মামলায় কাঠগড়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক দিনের মাথাতেই দুর্নীতির অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। দেশটির ইতিহাসে ক্ষমতায় থাকাকালে নেতানিয়াহুই প্রথম প্রধানমন্ত্রী যাকে রোববার  ফৌজদারি মামলায় শুনানির জন্য আদালতে হাজির হতে হলো।

মাত্র এক সপ্তাহ আগেই পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নেতানিয়াহু। গত বছর নভেম্বরে তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়। অবশ্য তিনি সব অভিযোগই অস্বীকার করেছেন।

রোববার আদালতে হাজির হয়ে নেতানিয়াহু দাবি করেন, তাকে যে কোনো পন্থায় ক্ষমতা থেকে উৎখাতের জন্য এসব মামলা দায়ের করা হয়েছিল।

জেরুজালেম জেলা আদালতে প্রবেশের আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি এখানে স্পষ্ট জবাব দিতে এবং আমার মাথা সমুন্নত রাখতে এসেছি।’

তিনি বলেন,‘আপনি যখন আমাকে সরাতে চাইবেন, সঠিক পথ থেকে এক জন শক্তিশালী প্রধানমন্ত্রীকে সরাতে চাইবেন, তখন সবকিছুই সম্ভব।’

আধা ঘণ্টা শুনানির পর আদালত জানান মামলার পরবর্তী শুনানি ১৯ জুলাই অনুষ্ঠিত হবে। আদালত নেতানিয়াহুকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়