ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আয়ারল্যান্ডে প্রথমবার একদিনে করোনায় মৃত্যু নেই

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৫, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আয়ারল্যান্ডে প্রথমবার একদিনে করোনায় মৃত্যু নেই

দুই মাস ৫ দিন পর সোমবার আয়ারল্যান্ডে প্রথম করোনাভাইরাসে মারা গেলো না কেউ। এর আগে ভাইরাসের কারণে মৃত্যু না হওয়ার সর্বশেষ ঘটনা ঘটেছিল গত ২১ মার্চ।

প্রধানমন্ত্রী লিও ভারাদকার একে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলেছেন, ‍টুইটারে তিনি যোগ করেছেন, ‘এটা আশার একটি দিন। আমরা অবশ্যই জয়লাভ করবো।’

আয়ারল্যান্ডে ২৪ হাজার ৬৯৮ জন আক্রান্তের মধ্যে ১ হাজার ৬০৬ জন মৃত্যুবরণ করেছে। সংক্রমণ কমতে থাকায় গত সোমবার থেকে প্রায় দুই মাসের লকডাউন শিথিল করে তারা। ওই ঘোষণার ঠিক এক সপ্তাহ পর কোনো ‍মৃত্যু দেখলো না দেশটি।

মার্চের শেষদিকে লকডাউন করা হয় আয়ারল্যান্ড, ২০ এপ্রিল একদিনে সর্বোচ্চ ৭৭ জন মারা গিয়েছিল। সেটা কমে এলো শূন্যতে, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা টনি হোলোহান বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের কাছে কোনো মৃত্যুর খবর আসেনি।’

পাঁচ ধাপে আগস্টের মধ্যে দেশকে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে চায় আয়ারল্যান্ড। সোমবার প্রথম ধাপে চাকুরিজীবীদের কাজে ফেরার অনুমতি দেওয়া হয়েছে, কিছু দোকানপাট খোলার পাশাপাশি গলফ ও টেনিস খেলার মতো বিনোদনমূলক কর্মকান্ডে উৎসাহিত করা হচ্ছে।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়