ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভারত ও চীনকে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারত ও চীনকে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে যখন উত্তেজনা বাড়ছে তখন এই দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইটে এ প্রস্তাব দিয়েছেন তিনি।

সম্প্রতি সিকিম ও লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনা সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। প্যাংগং সো আর গালওয়ান উপত্যকায় অতিরিক্ত দুই থেকে আড়াই হাজার সেনা মোতায়েন করেছে চীন। গালওয়ানে ১০০টি শিবির তৈরি করেছে সেনারা। বাঙ্কার তৈরিরও চেষ্টা চলছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিতর্কিত এলাকায় ভারতও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। যেভাবে পরিস্থিতির অবনতি ঘটছে তাতে কোনো সমঝোতায় পৌঁছতে না পারলে রণক্ষেত্র হয়ে উঠতে পারে সীমান্ত।

বুধবারই টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘আমরা ভারত ও চীনকে জানিয়েছি যে যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার ক্রমবর্ধমান সীমান্ত বিরোধের মধ্যস্থতা বা সালিশ করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। আপনাদের ধন্যবাদ!’

এর আগে ট্রাম্প কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। তবে নয়া দিল্লি কঠোরভাবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ