ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলে দেওয়া হলো আল-আকসা মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খুলে দেওয়া হলো আল-আকসা মসজিদ

মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ দুই মাসেরও বেশি সময় পর মুসল্লিদের জন্য খুলে দেওয়া হলো। রোববার মসজিদ পরিচালনা কমিটি দ্য কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত মার্চে আল-আকসা বন্ধ করে দেওয়া হয়েছিল।

কাউন্সিল জানিয়েছে, করোনার সংক্রমণ কমে যাওয়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মুসল্লিদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে তাদেরকে মসজিদে মাস্ক পরে আসতে বলা হয়েছে। একই সঙ্গে বাড়ি থেকে জায়নামাজ নিয়ে যেতে বলা হয়েছে।

রোববার ‘আল্লাহ মহান, আমরা আমাদের জীবন ও রক্ত দিয়ে আল-আকসা রক্ষা করব’ স্লোগান দিয়ে কয়েক হাজার মুসলমান মসজিদের সামনে হাজির হয়। এ সময় তাদেরকে স্বাগত জানান মসজিদের পরিচালক ওমর আল-কিসওয়ানি।

জেরুজালেমের বাসিন্দা উম হিশাম বলেন, ‘তারা  মসজিদটি খুলে দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে আমি নিঃশ্বাস নিতে পারছি। আল্লাহকে ধন্যবাদ।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়