ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চীনে তিন সপ্তাহে সর্বোচ্চ আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৫, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চীনে তিন সপ্তাহে সর্বোচ্চ আক্রান্ত

চীনে করোনাভাইরাসে সংক্রমণের নতুন ঢেউয়ের শঙ্কা জাগলো। শনিবার দেশটিতে তিন সপ্তাহে সর্বোচ্চ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় চীনে আরো ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অধিকাংশই দক্ষিণ পশ্চিমের সিচুয়ান প্রদেশে।

সোমবার এক বিবৃতিতে জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানায়, নতুন আক্রান্তদের সবাই বিদেশ থেকে এসেছে। ১১ জন রোগী পাওয়া গেছে সিচুয়ানে। আগের দিন দুজন কোভিড-১৯ আক্রান্ত পাওয়া গিয়েছিল।

চীনা রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মিশর থেকে একটি ফ্লাইটে এসেছিলেন সিচুয়ানের আক্রান্তরা। একই ফ্লাইটের আরো ৬ জন উপসর্গহীন রোগী পাওয়া গিয়েছে। উপসর্গহীনদের আক্রান্তদের তালিকায় রাখছে না চীন। সব মিলিয়ে এদিন ১৬ জন রোগী পাওয়া গিয়েছে, যাদের উপসর্গ নেই।

চীনেরর মূল ভূখণ্ডে এখন পর্যন্ত আক্রান্ত বেড়ে গেলো ৮৩ হাজার ১৭ জন, মৃত্যু ৪ হাজার ৬৩৪ জনের।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়