ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা শক্তি হারাচ্ছে বললেন ইতালিয়ান চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা শক্তি হারাচ্ছে বললেন ইতালিয়ান চিকিৎসক

মার্চ-এপ্রিল জুড়ে ইতালিতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল করোনাভাইরাস। মহামারির শুরুতে চীনের বাইরে ইউরোপের এই দেশটি হয়ে উঠেছিল প্রাণঘাতী ভাইরাসের নতুন উপকেন্দ্র। তবে এখন সেখানে কমতে শুরু করেছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। রোববার ৩৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৭৫ জন। একজন জ্যেষ্ঠ ইতালিয়ান চিকিৎসকের দাবি, নতুন করোনাভাইরাস তার শক্তি হারাচ্ছে এবং অনেক কম মারাত্মক হয়ে উঠছে।

ইতালিতে সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত শহর লোম্বার্দিয়া। মিলানের এই উত্তরাঞ্চলের শহরে অবস্থিত সান রাফায়েল হাসপাতালের প্রধান আলবার্তো জানগ্রিয়ো বলেছেন, ‘বাস্তবতা হলো, ইতালিতে ক্লিনিক্যালি এই ভাইরাসের অস্তিত্ব আর নেই।’

গত কয়েকদিনের নমুনার ভিত্তিতে আরএআই টেলিভিশনের কাছে এই দাবি করেছেন জানগ্রিয়ো, ‘নমুনাগুলো পরীক্ষা করে দেখা গেছে এক বা দুই মাস আগের তুলনায় গত ১০ দিনে অনেক কম ক্ষতিকর হয়ে উঠেছে করোনাভাইরাস।’

২১ ফেব্রুয়ারি দেশটিতে মহামারি শুরুর পর প্রায় সাড়ে তিন মাসে ৩৩ হাজার ৪১৫ জন মানুষের প্রাণ কেড়েছে কোভিড-১৯। মৃত্যুতে তারা বিশ্বের তিন নম্বর দেশ। আর আক্রান্তের সংখ্যায় বিশ্বে তারা ষষ্ঠ স্থানে, ২ লাখ ৩৩ হাজার ১৯ জন ইতালিয়ানের করোনা শনাক্ত হয়েছে।

মের মাঝামাঝি থেকে করোনার প্রকোপ কমতে শুরু করেছে ইতালিতে। কঠোর লকডাউন করা হয়েছে শিথিল। জানগ্রিয়োর মতে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে অতিমাত্রায় সতর্ক কিছু বিশেষজ্ঞ। তবে নতুন বাস্তবতা মেনেই রাজনীতিকদের সিদ্ধান্ত নিতে বলেছেন তিনি। সরকারও সতর্ক করে বলেছে করোনার বিরুদ্ধে এখনো বিজয় ঘোষণা করার সময় আসেনি।

জানগ্রিয়োর দাবির সঙ্গে সুর মেলালেন আরেক ইতালিয়ান চিকিৎসক। দেশের বার্তা সংস্থা এএনএসএকে দেওয়া বক্তব্যে তিনিও করোনা দুর্বল হয়ে পড়েছে দাবি করেছেন।

জেনোয়া শহরের স্যান মার্টিনো হাসপাতালের সংক্রামক ব্যাধি বিভাগের প্রধান মাত্তেও বাসেত্তি বলেছেন, ‘দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল, আজ একই রকম শক্তি নেই। এটা পরিষ্কার যে, এখন কোভিড-১৯ রোগ ভিন্ন।’


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়