ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৯০ দিনের মাথায় স্পেনে মৃতের সংখ্যা শূন্যে নেমে এলো

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৯০ দিনের মাথায় স্পেনে মৃতের সংখ্যা শূন্যে নেমে এলো

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে রোববার (৩১ মে) স্পেনে কোনো মৃত্যু হয়নি। স্থানীয় সময় সোমবার (১ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমটাই জানিয়েছে। ৩ মার্চের পর এই প্রথম আটলান্টিক পাড়ের দেশটিতে মৃতের সংখ্যা শূন্যেয় নেমে এলো। খবর আল জাজিরার।

এ বিষয়ে দেশটির জরুরি স্বাস্থ্যসেবার প্রধান ফার্নান্দো সিমন বলেছেন, ‘খুবই আশাব্যঞ্জক বিষয় আমাদের জন্য। মহামরি কাটিয়ে আমরা আস্তে আস্তে ভালো একটা অবস্থানের দিকে যাচ্ছি। আমাদের পরিসংখ্যান বলছে আমরা সঠিক পথেই এগোচ্ছি।’

গেল ৩ মার্চ করোনাভাইরাসে স্পেনে প্রথম মৃত্যু ঘটে। এর দুইদিন পর হয় দ্বিতীয় মৃত্যু। এরপর বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর মিছিল। ২ এপ্রিল দেশটিতে একদিনে সর্বোচ্চ ৯৫০ জনের মৃত্যু হয়!

এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মারা গেছে ২৭ হাজার ১২৭ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৪০ হাজার জন।

যদিও নতুন পদ্ধতিতে মৃতের সংখ্যা গণনা করতে শুরু করেছে স্পেন। তাতে ২৬ মে ২ হাজার কমে আসে মৃতের সংখ্যা। যদিও স্পেনের এই গণনা পদ্ধতির সমালোচনা করছেন অনেকে। তাদের মতে এই পদ্ধতি ভুল। গণনা পদ্ধতির পরিবর্তন হলে বাড়তে পারে মৃতের সংখ্যাও।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়