ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ৪০ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৪, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ৪০ হাজারের বেশি

বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে যুক্তরাজ্যে করোনাভাইরাসে ৪০ হাজারের বেশি মৃত্যু হলো। এমন পরিস্থিতিতে করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার ব্যাপারে আরও চিন্তাভাবনা করার জন্য ব্রিটিশ সরকারের কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন শতাধিক বিজ্ঞানী।

শুক্রবার যুক্তরাজ্য জুড়ে আরও ৩৫৭ জনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। তাতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৪০ হাজার ২৬১ জন। মৃত্যুতে তাদের উপরে কেবল যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ব্রিটেনে ৫২ লাখ ১৪ হাজার ২৭৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৮৩ হাজার ৩১১ জনের করোনা পজিটিভ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সরকারের প্রাত্যহিক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, ‘করোনাভাইরাসে মৃত্যু ৪০ হাজার ছাড়ালো। আমাদের সবার জন্য এটা দুঃখ প্রকাশ করার সময়।’ এক খোলা চিঠিতে এই অবস্থায় লকডাউন আর শিথিল না করার আহ্বান জানালেন বিজ্ঞানীরা, ‘দুই মাসের লকডাউন হলেও এখনও আমাদের দৈনিক মৃত্যুর সংখ্যা অগ্রহণযোগ্য হারে বাড়ছে, শতাধিক। তাছাড়া শুধু ইংল্যান্ডেই একদিনে ৮ হাজারের বেশি নতুন আক্রান্ত মিলছে।’



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ