ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনার অধিকাংশ বিধিনিষেধ তুলে নিচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার অধিকাংশ বিধিনিষেধ তুলে নিচ্ছে মালয়েশিয়া

করোনাভাইরাস এখন নিয়ন্ত্রণে দাবি করেছে মালয়েশিয়া সরকার। তাই অধিকাংশ বিধিনিষেধ বুধবার থেকে তারা তুলে নিচ্ছে। এক শহর থেকে আরেক শহরে যাওয়ার নিষেধাজ্ঞাসহ ব্যবসা বাণিজ্যের ওপর থেকে কড়াকড়ি ওঠানো হচ্ছে।

প্রায় তিন মাসের লকডাউন শেষে বিধিনিষেধ শিথিল হলেও আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিন রোববার টেলিভিশন বক্তব্যে মহামারি নিয়ন্ত্রণে এসেছে ঘোষণা দেন। করোনা জয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত নতুন ধাপে লড়াই চলবে জানান তিনি।

১৮ মার্চ থেকে ভ্রমণে কড়াকড়ি ও জনসমাগম নিষিদ্ধের পাশাপাশি সব ধরনের অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ করে দেয় মালয়েশিয়া। দুই মাসেরও বেশি সময় পর মে থেকে সামাজিক দূরত্ব মেনে ধীরে ধীরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমোদন দেওয়া হয়।

মালয়েশিয়ায় এখন পর্যন্ত ৮ হাজার ৩০৩ জন করোনায় আক্রান্ত এবং ১১৭ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি সংক্রমণ কমতে শুরু করেছে দেশটিতে। শনিবার মাত্র ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ জন।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়