ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যুক্তরাজ্যে করোনায় ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ১৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যুক্তরাজ্যে করোনায় ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মৃত্যু

যুক্তরাজ্যে প্রায় তিন মাসের মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে কম সংখ্যক মৃত্যু রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য ও সামাজিক সেবা দপ্তর জানিয়েছে।

স্বাস্থ্য ও সামাজিক সেবা দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন হাসপাতাল, কেয়ার হোম ও বিভিন্ন কমিউনিটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪১ হাজার ৬৯৮ জনে পৌঁছেছে।

করোনার বিস্তার রোধে ২১ মার্চ যুক্তরাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছিল। ২১ এপ্রিল দেশটিতে ১ হাজার ১৭২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়, যা এক দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। লকডাউন ঘোষণার পর শনিবার ৩৬ জনের মৃত্যুর কথা জানানো হয়, যা গত প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন রেকর্ড।

স্বাস্থ্য ও সামাজিক সেবা দপ্তর আরও জানিয়েছে, রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ১ হাজার ৫১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর ফলে যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৮৮৯ জনে দাঁড়িয়েছে।




ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়