ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনার দ্বিতীয় দফা প্রাদুর্ভাব ইসরায়েলে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ২১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার দ্বিতীয় দফা প্রাদুর্ভাব ইসরায়েলে

গত কয়েক সপ্তাহে ইসরায়েলে করোনার দ্বিতীয় দফা প্রাদুর্ভাব শুরু হয়েছে। শুক্রবার দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩০০। মধ্য এপ্রিলের পর দেশটিতে এক দিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা এটি।

দেশটির ন্যাশনাল ইনফরমেশন অ্যান্ড নলেজ সেন্টার এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের দ্বিতীয় ধাপে প্রবেশ শুরু করেছে।

এতে বলা হয়েছে, ‘ইসরায়েল বর্তমানে করোনাভাইরাসের দ্বিতীয় দফা প্রাদুর্ভাবের মধ্যে আছে, যেটি প্রথম দফার চেয়ে চারিত্রিকভাবে ভিন্ন তবে  তীব্রতা কম নয়।’ দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে দৈনন্দিন আক্রান্তের সংখ্যা ১ হাজার পর্যন্ত হতে পারে বলেও এতে সতর্ক করা হয়েছে।

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সপ্তাহ শেষে হাসপাতালে কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৬ থেকে বেড়ে ১৯২ দাঁড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এই সংখ্যা ৩০ শতাংশ বেড়েছে। রোববার হাসপাতালগুলোতে পুনরায় জরুরি ভিত্তিতে করোনাভাইরাস ওয়ার্ডগুলো চালুর নির্দেশও দিয়েছে মন্ত্রণালয়।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়