ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আগে হয়তো করোনায় আক্রান্ত হয়েছিলেন, বললেন বোলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২১, ২৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আগে হয়তো করোনায় আক্রান্ত হয়েছিলেন, বললেন বোলসোনারো

করোনাভাইরাসে বিপর্যস্ত ব্রাজিল। ১১ লাখের বেশি আক্রান্ত হয়েছেন, মৃত্যু ছাড়িয়েছে ৫১ হাজার। তারপরও একে খুব একটা পাত্তা না দিয়ে লকডাউনের বিরুদ্ধে মত দিয়েছেন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। বৃহস্পতিবার তিনি বললেন, তার করোনা পরীক্ষা নেগেটিভ এলেও আগে হয়তো আক্রান্ত হয়েছিলেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে দিয়েছে এই তথ্য। সপ্তাহখানেক আগে দুইবার করোনা টেস্ট করান বোলসোনারো। প্রত্যেকবারই নেগেটিভ আসে। আরও একবার করোনা পরীক্ষা করাবেন বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

তবে তার করোনা পরীক্ষার ফল কখনও হাসপাতালের বাইরে আসতে পারেনি। হাসপাতাল থেকে যেন পরীক্ষার রিপোর্ট না বের হয়, সেজন্য আদালতে লড়াই করছেন বোলসোনারো। তাতে করে আসলেই তিনি সংক্রমিত হয়েছেন কি হননি তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ব্রাজিলে করোনা মহামারি শুরুর পর থেকে সমালোচিত হচ্ছেন বোলসোনারো। একে ‘সাধারণ ফ্লু’ বলেছিলেন তিনি। আর এই রোগের কারণে লকডাউন দিয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ করার পক্ষে ছিলেন না প্রেসিডেন্ট। বিভিন্ন জনসমাবেশে তাকে মাস্কও পরতে দেখা যায়নি। গত সোমবার তাকে মাস্ক পরার আদেশ দেন ফেডারেল আদালতের এক বিচারক।



ঢাকা/ফাহিম    

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়