ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পেরুতে মৃত্যু ১০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০২, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পেরুতে মৃত্যু ১০ হাজার ছাড়ালো

অর্থনীতির চাকা সচল করতে লকডাউন শিথিলের একদিন পরই পেরুতে কোভিড-১৯ রোগে মৃত্যু ১০ হাজার ছাড়ালো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বৃহস্পতিবার দিন শেষে লাতিন আমেরিকার দেশটিতে করোনাভাইরাসে মোট ১০ হাজার ৪৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নোভেল করোনাভাইরাস ১৮৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দেশে মোট আক্রান্ত ২ লাখ ৯২ হাজার ৪ জন। বৃহস্পতিবার করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে ৩ হাজার ৫২৭ জনের শরীরে। করোনায় ব্রাজিলের পর লাতিন আমেরিকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ পেরু।

বৃহস্পতিবার এই মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে আওয়াজুন আদিবাসী গোত্রের নেতা স্যান্টিয়াগো মানুইনের নাম। বুধবার মারা যান ৬৩ বছর বয়সী নেতা। আমাজন ও আদিবাসী অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অবদান রাখার জন্য স্পেনের কুইন সোফিয়া পুরস্কার পেয়েছিলেন মানুইন।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়