ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মোটরসাইকেল আটকে ঘুষ চাওয়ায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মোটরসাইকেল আটকে ঘুষ চাওয়ায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যা

জব্দ করা মোটরসাইকেল থানায় ছাড়াতে যাওয়ার পর ঘুষ চাওয়ায় পুলিশের সামনেই শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে আফ্রিকার দেশ উগান্ডার এক যুবক।  বৃহস্পতিবার দেশটির মাসাকা শহরে এ ঘটনা ঘটে।

এ খবর ছড়িয়ে পড়ার পর পুলিশের নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোসেইন ওয়ালুগেমবির নামের ওই তরুণ তার মোটরসাইকেলটি দিয়ে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। করোনার কারণে উগান্ডায় সকাল-সন্ধ্যা কারফিউ জারি রয়েছে। মঙ্গলবার কারফিউ ভঙ্গ করে ওয়ালুগেমবির এক সহকর্মী তার মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে।

পুলিশের আঞ্চলিক মুখপাত্র এনসুবুগা মোহাম্মদ জানান, বৃহস্পতিবার মাসাকা শহরের থানায় জব্দ করা মোটরসাইকেলটি নিতে এসেছিলেন ওয়ালুগেমবি । এ সময় পুলিশের কয়েকজন কর্মকর্তা তার কাছে ঘুষ দাবি করেন। এরপরই নিজের জ্যাকেট থেকে জ্বালানি তেলের কনটেইনার বের করে গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন ওয়ালুগেমবি।

এক বিবৃতিতে জাতীয় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার সময় পুলিশের এক কর্মকর্তাকে জড়িয়ে ধরে হত্যার চেষ্টা করেছিলেন ওয়ালুগেমবি। তবে ওই কর্মকর্তা সামান্য আহত হলেও নিজেকে রক্ষা করতে সক্ষম হন।

এতে বলা হয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়