ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিহারে বজ্রপাতে একদিনে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিহারে বজ্রপাতে একদিনে ২৩ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে বজ্রপাতে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাজ্যের পাঁচ জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

এর আগে শুক্রবার বিহারের পাঁচ জেলায় বজ্রপাতে আট জন মারা গেছে।  বৃহস্পতিবার মারা যায় ২৬ জন। এর আগে আরও দু'দিন বজ্রপাতে ১০০ জনের বেশি মারা যায়। গত ১০ দিনে এই রাজ্যে বজ্রপাতে মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়ে গেছে।

এনিডিটিভি অনলাইন জানিয়েছে, সারন, কাইমুর, পাটনা, ভোজপুর ও বক্সারে এই বজ্রপাতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ভোজপুরে মারা গেছে ৯ জন।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বজ্রপাতে মৃতদের পরিবারের সদস্যদের চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানী পাটনায় মুষলধারে বৃষ্টি হয়েছে। একটানা ভারী বর্ষণের কারণে রাজধানীর একাধিক এলাকা প্লাবিত হয়েছে। রোববার পর্যন্ত রাজধানী পাটনাসহ বিহারের একাধিক শহরে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়