ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

সৌদি ও আবুধাবি যুবরাজের বিরুদ্ধে উপস্থাপিকার মামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ৩১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:৩২, ৩১ ডিসেম্বর ২০২০
সৌদি ও আবুধাবি যুবরাজের বিরুদ্ধে উপস্থাপিকার মামলা

হ্যাকিংয়ের মাধ্যমে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লেবাননীয় সংবাদ উপস্থাপিকার ব্যক্তিগত ছবি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের বিরুদ্ধে। এই অভিযোগে দায়ের করা মামলায় দুই যুবরাজকে তলব করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালত।

উপস্থাপিকা গাদা ওইস দুই যুবরাজের কাছে পাঠানো মিয়ামি ফেডারেল আদালতের পাঠানো সমনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

তার অভিযোগ, তার ফোনে হ্যাকের পরিকল্পনাকারী হচ্ছেন দুই যুবরাজ। তার ব্যক্তিগত ফোন থেকে সুইমিং পুলে সাতার কাটাসহ কিছু একান্ত ছবি হাতিয়ে নেওয়া হয়েছে। সৌদি ও আমিরাতের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবেদন করায় তাকে এই হ্যাকিংয়ের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। 

আরো পড়ুন:

মামলায় মোহাম্মদ বিন সালমান ও মোহাম্মদ বিন জায়েদ ছাড়াও দুই দেশের গোয়েন্দা কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, মামলায় প্রতিকার হিসেবে হয়রানি বন্ধ ও আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়