এরদোয়ানের পাশে বসে দুঃস্বপ্নের রাত কাটিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সামনে চেয়ারে বসার পর দুঃস্বপ্নের রাত কাটিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। জার্মান দৈনিক হ্যান্ডেলসব্লাটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
চলতি সপ্তাহে আঙ্কারায় ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছিল এরদোয়ানের। সেখানে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। এরদোয়ানের পাশে বসার জন্য একটি মাত্র চেয়ার ছিল। তাতে বসেছিলেন চার্লস মিশেল। সেখানে থাকা উরসুলা ভন এতে প্রথমে হতচকিত হয়ে পড়েন। পরে অবশ্য পাশের একটি সোফায় তার বসার ব্যবস্থা করা হয়।
চার্লস মিশেল সাক্ষাৎকারে বলেছেন, ‘বিষয়টি আমি গোপন করছি না যে, আমি রাতে ভালো ঘুমাতে পারিনি। কারণ আমার মাথায় বারবার সেই দৃশ্যটি ঘুরপাক খাচ্ছিল।’
তিনি জানান, যদি সম্ভব হতো তাহলে ওই দিনটিতে ফিরে গিয়ে তিনি ব্যাপারটির সমাধান করতেন।
ঢাকা/শাহেদ