ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

আবারও গাজায় ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ১১ মে ২০২১  
আবারও গাজায় ইসরায়েলি হামলা

অধিকৃত গাজা উপত্যকায় আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। মঙ্গলবার সকালে এই হামলা হয় বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন। 

এর আগে সোমবার জেরুজালেমে সাতটি রকেট হামলা চালায় ফিলিস্তিনিদের সংগঠন হামাস। গত কয়েকদিন ধরে আল আকসা মসজিদ ও এর আশেপাশে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের ঘটনার জেরে এই হামলা চালানো হয়েছিল। এর জবাবে রাতে গাজা উপত্যকায় বোমা হামলা চালায় ইসরায়েল। এতে ৯ শিশুসহ ২৪ ফিলিস্তিনি নিহত হয়।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম মান নিউজ জানিয়েছে, মঙ্গলবার সকালে গাজার রিমাল এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে দুজন নিহত হয়েছে। এরা দুজন ইসলামিক জিহাদ নামের একটি সংগঠনের কামান্ডার। হামলায় আরও অন্তত পাঁচ জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী মেনি গান্তজ গাজার কাঁটাতারের এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ‘সম্মুখ প্রতিরক্ষা জোরদার’ করতে সেখানে পাঁচ হাজার সেনা পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়