ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

হামলার পরও আল-আকসা মসজিদে ঈদের জামাত

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৩ মে ২০২১   আপডেট: ১৩:৫৯, ১৩ মে ২০২১
হামলার পরও আল-আকসা মসজিদে ঈদের জামাত

পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা করা হয় মাত্র দু’দিন আগে। বৃহস্পতিবার (১৩ মে) ঈদের দিনেও গাজায় ইসরায়েলের হামলা অব‌্যাহত রয়েছে। বোমা হামলার মধ‌্যেও হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদে ঈদের জামাত আদায় করেছেন। 

আরও পড়ুন: ঈদের দিনেও গাজায় ইসরায়েলের হামলা অব‌্যাহত, নিহত বেড়ে ৬৭

বুধবার (১২ মে) রাত থেকে লাগাতার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এ ছাড়া গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় অভিযানও চালাচ্ছে ইসরায়েলের বাহিনী। হামলায় গাজায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। 

আরো পড়ুন:

ইসরায়েলের হামলার জবাবে ফিলিস্তিনও হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী প্রায় দেড় হাজার রকেট ছুড়েছে।

আল-আকসা মসজিদ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত। তবে ইহুদিদের কাছেও একটি পবিত্র স্থান। ইহুদিরা টেম্পল মাউন্ট হিসেবে এটাকে জানেন।

এর আগে গতকাল ১২ মে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের জঘন্যতম হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে স্থায়ী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

## মিনিটে ৩০টি বিস্ফোরণ! গাজায় ইসরাইলের ধ্বংসলীলা

 

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়