ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১৫ মে ২০২১   আপডেট: ১৭:০৫, ১৫ মে ২০২১
শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ১০

গাজা উপত্যকার একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও আট জন শিশু। শুক্রবার রাতে শাতি এলাকার শরণার্থী শিবিরটিতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

শরণার্থী শিবিরের যে বাড়িটিতে হামলা চালানো হয়েছে সেটি আবু হাতাব নামে এক ব্যক্তির ছিল। হামলায় নিহতরা সবাই একই পরিবারের সদস্য। শনিবার ভোরে উদ্ধারকারীরা হতাহতদের উদ্ধার শুরু করে। হামলায় আহত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের চিকিৎসায় নিয়োজিত ডা. নাবিল আবু আল রিশ জানিয়েছেন, আরও দেহ উদ্ধারের চেষ্টা চলছে। এটা সত্যিকারের বিপর্যয় যা বর্ণনা করা সম্ভব নয়।

আরো পড়ুন:

আবু হাতাবের চাচাতো ভাই আল-জাজিরাকে বলেছেন, ‘কোনো সতর্কতা জারি ছাড়াই হামলা হয়েছে। আমরা দৌঁড়ে বাইরে চলে এসে দেখি, চার তলা বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটা পুরোপুরি মিশে গেছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার দেওয়ার তথ্য অনুযায়ী, গাজার তৃতীয় বৃহত্তম শরণার্থী শিবির হচ্ছে শাতি। এখানে ৮৫ হাজারের বেশি শরণার্থী বাস করে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়