কাতালোনিয়ার স্বাধীনতাপন্থীদের সাধারণ ক্ষমার ঘোষণা স্পেনের
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
কাতালোনিয়া অঞ্চলের স্বাধীনতাকামীদের সাধারণ ক্ষমা করে দেওয়ার ঘোষণা করলো স্পেনের সরকার।
মঙ্গলবার (২২ জুন) দেশটি আনুষ্ঠানিকভাবে নয়জন কাতালান বিচ্ছিন্নতাবাদীদের ক্ষমা করে দেয়। খবর বিবিসির।
কাতালানের স্বাধীনতার দাবিতে ২০১৭ সালে আন্দোলনের ডাক দিলে এসব নেতাদের আটক করা হয়। পরে ২০১৯ সালে রাষ্ট্রদ্রোহিতার দায়ে দোষী সাব্যস্থ হলে এসব নেতাদের জেলে নিক্ষেপ করা হয়। এদের মধ্যে আরও তিন নেতা ওই অসহযোগে দোষী প্রমাণিত হলেও তাদের কারাদণ্ড দেওয়া হয়নি।
এদিকে দেশটির সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার এ সিদ্ধান্ত সেখানে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
যদিও স্পেন সরকার মনে করছে বিষয়টি নিয়ে সৃষ্ট তর্কবিতর্ক কাতালোনিয়ার উত্তেজনাকে প্রশমিত করবে।
ঢাকা/নাসিম