ঢাকা     মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ২ ১৪৩১

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসনপ্রত্যাশী নিহত 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১১ জুলাই ২০২১   আপডেট: ১৬:০৮, ১১ জুলাই ২০২১
তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসনপ্রত্যাশী নিহত 

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৬ জন। রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দুটি স্থানীয় সূত্র জানিয়েছে, ভ্যান প্রদেশের মুরাদিয়ে জেলায় তুরস্ক ও ইরান সীমান্তের কাছে বাসটি একটি খন্দের ভেতরে পড়ে যায়। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়। বাসটির যাত্রীদের সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে এদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক ছিল। এরা সবাই গোপনে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন।

অবৈধ পথে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসন প্রত্যাশীদের কাছে গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হচ্ছে তুরস্ক। দেশটির পশ্চিমের শহর ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারায় যাওয়ার আগে অভিবাসন প্রত্যাশীরা পায়ে হেঁটে ইরান ও তুরস্ক সীমান্ত পার হয়ে থাকে।
 

আরো পড়ুন:

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়