ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

টুইটারে মোদির ফলোয়ার সংখ্যা ৭ কোটি ছাড়ালো

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২৯ জুলাই ২০২১   আপডেট: ১৩:০২, ২৯ জুলাই ২০২১
টুইটারে মোদির ফলোয়ার সংখ্যা ৭ কোটি ছাড়ালো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটারে ফলোয়ার সংখ্যা ছাড়ালো ৭ কোটি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) আনন্দবাজার অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সক্রিয় রাজনীতিবিদদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর টুইটারে ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি। এতদিন সেই তালিকায় শীর্ষে ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের শেষে ওয়াশিংটনে ক্যাপিটল হিল-কাণ্ডের পর ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। তারপর থেকেই বিশ্বের সক্রিয় রাজনীতিবিদদের টুইটারে ফলোয়ার সংখ্যার বিচারে শীর্ষে চলে এসেছেন মোদি।

আনন্দবাজার জানায়, শুধু রাজনীতিবিদ ধরে হিসেব করলে সেই তালিকায় এখনও শীর্ষে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার ফলোয়ার সংখ্যা প্রায় ১২ কোটি ৯৮ লাখ। সংখ্যার হিসেবে মোদির পর রয়েছেন পোপ ফ্রান্সিস (প্রায় ৫ কোটি ৩০ লাখ)। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টুইটার ফলোয়ার সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে সম্প্রতি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁর ফলোয়ার সংখ্যা ৭১ লাখের মতো।

আরো পড়ুন:

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস সাংসদ রাহুলের টুইটারে ফলোয়ার সংখ্যা যথাক্রমে ২ কোটি ৬৩ লাখ এবং ১ কোটি ৯৪ লাখ।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়