ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

টিকার তৃতীয় ডোজ নিয়েছে ১৪ লাখ ইসরায়েলি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২২ আগস্ট ২০২১   আপডেট: ১৭:০০, ২২ আগস্ট ২০২১
টিকার তৃতীয় ডোজ নিয়েছে ১৪ লাখ ইসরায়েলি

সপ্তাহ শেষে এক লাখ ইসরায়েলিকে করোনার টিকার তৃতীয় ডোজ দেওয়া হয়েছে। অবশ্য অনেক ইসরায়েলিই এই তৃতীয় ডোজ নিতে অনীহা প্রকাশ করেছেন।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে টিকার তৃতীয় ডোজ নিতে উৎসাহিত করতে প্রচারণা চালাচ্ছে ইসরায়েল। সপ্তাহান্তে এক লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ায় দেশটিতে তৃতীয় ডোজ পাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ।

অবশ্য এর মধ্যেও দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। শনিবার দেশটিতে আরও আট হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে। এতে করে ইসরায়েলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৫০০তে। এদের মধ্যে ৬৪৫ জনের অবস্থা গুরুতর।

আরো পড়ুন:

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তৃতীয় ডোজের প্রয়োজনীয়তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। 

টুইটারে এক জন লিখেছেন, ‘অপ্রয়োজনীয় ও বিপজ্জনক তৃতীয় ডোজ টিকা নেবেন না। আমরা স্কুলগুলো বন্ধ করে দেব...তীক্ষ্ণ এবং মসৃণ! করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকা পাওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে। তৃতীয় ডোজ অকার্যকর। পুরোপুরি বন্ধ করুন।’

হাইম হার জাহাভ নামে এক জন লিখেছেন, ‘আরেকটি ডোজ? আর নয়।’

অন্যরা দাবি করেছেন, নৈতিকতার কারণে তারা তৃতীয় ডোজ নেবেন না। কারণ এখনও অনেক মধ্যম ও নিম্ন আয়ের দেশ টিকার প্রথম ডোজের জন্য অপেক্ষা করছেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়