কাবুল বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
কাবুল বিমানবন্দরে রোববারের (২৯ আগস্ট) মধ্যে হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। দেশটির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় সময় শনিবার হামলার সতর্কবার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
কাবুলের মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় বলেছে, কাবুল বিমানবন্দরের আশেপাশের সব মার্কিন নাগরিকের অবিলম্বে এই এলাকা ত্যাগ করা উচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কাবুল বিমানবন্দর থেকে মাত্র এক হাজারেরও বেশি বেসামরিক নাগরিককে বিমানে পাঠানো বাকি রয়েছে।
হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পর থেকে পরবর্তী কয়েক দিন সবচেয়ে বিপজ্জনক হতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিমানবন্দরের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭০ জনের মৃত্যু হয়। জঙ্গিগোষ্ঠী আইএসের আঞ্চলিক শাখা ইসলামিক স্টেট ইন খোরাসান (আইএস-কে) ওই হামলার দায় স্বীকার করেছে।
সারা/মাহি