ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

উত্তর কোরিয়া ইস্যুতে সুর নরম যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ১৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২১:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২১
উত্তর কোরিয়া ইস্যুতে সুর নরম যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়ার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার উত্তর কোরিয়ায় নিযুক্ত মার্কিন দূত সাং কিম এই ইঙ্গিত দিয়েছেন।

সোমবার উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা নতুন স্বল্পপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর পরের দিন উত্তর কোরিয়ার ইস্যুতে বৈঠক করে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

টোকিওতে অনুষ্ঠিত বৈঠকে সাং কিম বলেছেন, ‘ডিপিআরকে’র (উত্তর কোরিয়ার সরকারি নাম) প্রতি যুক্তরাষ্ট্রের কোনো বৈরী উদ্দেশ্য নেই। আমরা আশা করছি, কোনো পূর্বশর্ত ছাড়াই ডিপিআরকে আমাদের দেওয়া একাধিক প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে।’

আরো পড়ুন:

উত্তর কোরিয়া এ পর্যন্ত ছয়টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে দেশটি। পিয়ংইয়ংকে নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সঙ্গে তিন দফা বৈঠক করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব বৈঠকে শেষ পর্যন্ত কোনো ফায়দা হয়নি। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, উত্তর কোরিয়াকে পুরোপুরো নিরস্ত্রীকরণে সম্মত করতে তার প্রশাসন কূটনৈতিক কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধি করবে। তবে এ বিষয়ে কিম জং উনের সঙ্গে দর কষাকাষির কোনো ইঙ্গিত এখনও দেয়নি ওয়াশিংটন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়