ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৪ ১৪৩১

দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন পুনরায় চালু করতে চান উন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২১
দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন পুনরায় চালু করতে চান উন

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন জানিয়েছেন, তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন পুনরায় চালু করতে চান। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

গত আগস্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ায় ক্ষুব্ধ হয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে থাকা হটলাইন বিচ্ছিন্ন করে দিয়েছিল উত্তর কোরিয়া। 

পার্লামেন্টের যৌথ অধিবেশনে কিম জং উন বলেছেন, তিনি অক্টোবরের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরায় হটলাইন চালু করতে  চান। তবে তাদের সঙ্গে ‘সম্পর্ক উন্নয়ন শুরু হবে নাকি বিদ্যমান রাষ্ট্রীয় পরিস্থিতির অবনতি অব্যাহত থাকবে কিনা তা সিউলের কর্মকর্তাদের ভাবভঙ্গির ওপর নির্ভর করবে।’

আরো পড়ুন:

উন অভিযোগ করেন, উত্তর কোরিয়ার প্রতি ‘শত্রুতাপূর্ণ নীতির’ পরিবর্তন না করেই যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংকে আলোচনার প্রস্তাব দিচ্ছে।

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র 'কূটনৈতিক সম্পৃক্ততার কথা বলছে ... কিন্তু এটা আন্তর্জাতিক সম্প্রদায়কে ধোঁকা দেওয়ার এবং তার শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড গোপন করার একটি ছোট কৌশল ছাড়া আর কিছু নয়।’

এর আগে গত সপ্তাহে উনের বোন কিম ইয়ো জং বলেছিলেন, দক্ষিণ কোরিয়া তাদের শত্রুতাপূর্ণ নীতি পরিহার করলে সিউলের সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত পিয়ংইয়ং।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়