ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

আফগানদের দেশ না ছাড়তে অনুরোধ জানাচ্ছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২০:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২১
আফগানদের দেশ না ছাড়তে অনুরোধ জানাচ্ছে তালেবান

তালেবান ক্ষমতায় ফেরার পর  হাজার হাজার আফগান দেশ ছেড়ে পাকিস্তানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এসব আফগানকে সীমান্তে আটকে দিচ্ছে তালেবান। তাদেরকে দেশ গঠনের আহ্বান জানাচ্ছে ২০ বছর পর ক্ষমতায় ফেরা গোষ্ঠীটি।

জাকিরুল্লাহ নামে এক আফগান  বলেন, ‘এখানে কোনো কাজ নেই। তাই আমরা কাজের জন্য সীমান্ত পার হতে চাচ্ছি।’

তালেবান যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের আহ্বান জানাচ্ছে উল্লেখ করে রহমাদিন ওয়ারদাক নামে আরেক আফগান বলেন, ‘তারা মানুষদের বলছে, এটা আপনাদের দেশ। আপনাদের ছেড়ে যাওয়া উচিত নয়।’

তালেবানের সীমান্তরক্ষী মৌলবি হাকিয়ার বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া প্রতিদিন আট থেকে ৯ হাজার মানুষ এই সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। আমরা তাদেরকে ফেরত পাঠাচ্ছি।’

কান্দাহার প্রদেশে তালেবানের কর্মকর্তা মৌলবি নুর মোহাম্মদ সাইদ বলেন, ‘মানুষজন ও পরিবারগুলোকে দেশ ত্যাগ না করার অনুরোধ করছে কর্তৃপক্ষ। এটা করলে আপনি আফগান সংস্কৃতির জন্য আপনার সম্মান হারাবেন।’

মধ্য আগস্টে তালেবান ক্ষমতায় ফেরার পর বিদেশি সংস্থাগুলো তাদের কার্যক্রম আফগানিস্তান থেকে গুটিয়ে নিয়েছে। এর ফলে দেশটিতে আসা বিদেশি অনুদানও বন্ধ হয়ে গেছে। এছাড়া খরার কারণে কৃষকদের ফসল উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম। সবমিলিয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে আফগানিস্তান। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, আফগানিস্তানের এক তৃতীয়াংশ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়