ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নোবেল পুরস্কারের খবর দিয়ে ঝাড়ি খেয়েছেন ফোনদাতা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৫৮, ৮ অক্টোবর ২০২১
নোবেল পুরস্কারের খবর দিয়ে ঝাড়ি খেয়েছেন ফোনদাতা

চলতি বছর সাহিত্যে নোবেল পেয়েছেন তাঞ্জানিয়ার ঔপন্যাসিক আব্দুররাজাক গুরনাহ। পুরস্কারের সংবাদটি যিনি টেলিফোনে জানান তাকে প্রথমে গুরনাহর ঝাড়ি খেতে হয়েছে। 

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গুরনাহ জানিয়েছেন,মধ্যাহ্নভোজের আগে যখন ফোনটি এসেছিল তখন তিনি চা বানাচ্ছিলেন। তিনি ভেবেছিলেন কোনো অপরিচিত বিক্রেতা কোনো কিছু বিক্রির জন্য হয়তো তাকে ফোন করেছে। কারণ বর্তমানে প্রায়ই এ ধরনের ফোন পাচ্ছিলেন তিনি। 

ফোন ধরার পর প্রথমে বিরক্ত হন গুরনাহ। কণ্ঠে বিরক্তি নিয়ে বলেন, ‘বিদায় হও! আমাকে একা থাকতে দাও।’

আরো পড়ুন:

ফোনের অপরপ্রান্ত থেকে এ সময় গুরনাহকে ধীরে ধীরে বিষয়টি বুঝিয়ে বলা হয়। এরপরই তিনি শান্ত হন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়