ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

যুক্তরাজ্যে ২ জনের দেহে ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ২৭ নভেম্বর ২০২১  
যুক্তরাজ্যে ২ জনের দেহে ওমিক্রন শনাক্ত

যুক্তরাজ্যে দুজনের দেহে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে জাভিদ বলেছেন, ‘আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি এবং ওই ব্যক্তিদের আইসোলেশনে রাখা হয়েছে, পাশাপাশি ওই ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের শনাক্তের কাজ চলছে।’

আক্রান্ত দুজনই সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছিলেন বলে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

মঙ্গলবার করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের কথা জানায় দক্ষিণ আফ্রিকা। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছে। সংক্রমণের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, লিসোথো, এসওয়াতিনি, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ব্রিটিশ সরকার। শনিবার এই তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে অ্যাঙ্গোলা, মোজাম্বিক, মালাউই ও  জাম্বিয়াকে।

সাজিদ জাভিদ জানিয়েছেন, স্থানীয় সময় রোববার ভোর ৪টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়