ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ২ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:০৭, ২ ডিসেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রে ওমিক্রন শনাক্ত

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। চলতি বছরের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরা ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির শরীরে ভাইরাসটির এ ধরন শনাক্ত হয়। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) একথা জানিয়েছে।

আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ না করে সিডিসি বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জনায়, ওই ব্যক্তি আগেই করোনার পূর্ণ ডোজের টিকা নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রধান সংক্রামক রোগ কর্মকর্তা ডা. অ্যান্টর্নি ফৌসি হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, করোনার নতুন ধরনে আক্রান্ত ব্যক্তি নিজে থেকেই কোয়ারেন্টিনে আছেন। তার ঘনিষ্ঠ জনদের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের কেউই করোনায় আক্রান্ত নন।

আরো পড়ুন:

করোনা প্রতিরোধে দেশবাসীকে সামাজিক দূরত্ব, মাস্ক ও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আমরা আগে থেকেই জানতাম যুক্তরাষ্ট্রে যে কোনো মুহূর্তে ওমিক্রন শনাক্ত হবে।’

দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞরা ওমিক্রন শনাক্ত করার পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৬ নভেম্বর নতুন এ ধরনকে ‘উদ্বেগের একটি রূপ’ হিসেবে মনোনীত করে। সূত্র: আল-জাজিরা।

মাসুদ 


সর্বশেষ

পাঠকপ্রিয়