নতুন প্রাদুর্ভাবের জন্য বিশ্বকে প্রস্তুত থাকার আহ্বান
করোনার নতুন প্রাদুর্ভাবের জন্য বিশ্বের সব দেশকে প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার বাড়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার সংস্থাটি এ মন্তব্য করেছে।
জেনেভায় নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্টটির বিস্তার ও তীব্রতার মাত্রা নিয়ে এখনও গবেষণা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। টিকা উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলোর উচিত, নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা ঠিক রাখতে তাদের টিকাগুলোর সমন্বয় করা।
তিনি বলেছেন. ‘এটা অত্যন্ত বাঞ্ছনীয় যে, টিকা উৎপাদনকারীরা ইতোমধ্যে পরিকল্পনা শুরু করেছে এবং বিদ্যমান টিকাগুলো সামঞ্জস্য করতে পরিকল্পনা করছে। চূড়ান্ত ঘণ্টা বাজার আগ পর্যন্ত অপেক্ষা করা ভালো নয়।’
এখনও পর্যন্ত ওমিক্রনে মৃত্যুর কোনো খবর সংস্থার কাছে আসেনি বলেও জানিয়েছেন লিন্ডমেয়ার।
ঢাকা/শাহেদ