ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ওমিক্রনে মৃত্যুর কোনো খবর নেই

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ৩ ডিসেম্বর ২০২১   আপডেট: ২২:০৩, ৩ ডিসেম্বর ২০২১
ওমিক্রনে মৃত্যুর কোনো খবর নেই

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে সংক্রমিত মৃত্যুর কোনো খবর তারা এখনও পাননি। শুক্রবার সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার এ তথ্য জানিয়েছেন।

লিন্ডমেয়ার বলেন, ‘আমি এখনও ওমিক্রনে মৃত্যুর কোনো প্রতিবেদন দেখিনি। আমরা সব প্রমাণ সংগ্রহ করছি এবং যতদূর পারব আমরা আরও বেশি প্রমাণ খুঁজে বের করব।’

আরও বেশি শনাক্ত পরীক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘যত বেশি দেশ... লোকেদের পরীক্ষা করবে এবং বিশেষভাবে ওমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত করতে, আমরা আরও কেস, আরও তথ্য, এবং  আশা করি না, তারপরও সম্ভবত মৃত্যুও পাব।’ 

আরো পড়ুন:

সংক্রমণের দিক থেকে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকে এখনও ওমিক্রন অতিক্রম করেনি জানিয়ে লিন্ডমেয়ার বলেন, ‘ওমিক্রনের হয়তো উত্থান ঘটছে এবং  আমরা হয়তো এমন একটি পর্যায়ে যাব যেখানে এটি আধিপত্য বিস্তারকারী ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাবে। তবে এই মুহূর্তে ডেল্টাই অত্যন্ত আধিপত্যবাদী ভ্যারিরয়েন্ট।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়