ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

বুস্টার ডোজ নেওয়ার পরও সিঙ্গাপুরে ২ জনের ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১০ ডিসেম্বর ২০২১  
বুস্টার ডোজ নেওয়ার পরও সিঙ্গাপুরে ২ জনের ওমিক্রন শনাক্ত

টিকার বুস্টার ডোজ নেওয়ার পরও সিঙ্গাপুরে দুজনের দেহে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেক জানিয়েছিল, প্রাথমিকভাবে গবেষণাগারে দেখা গেছে, টিকার তৃতীয় বা বুস্টার ডোজ ওমিক্রন ভ্যারিয়েন্টকে নিস্ক্রিয় করতে পারে। তবে সিঙ্গাপুরে বুস্টার ডোজ নেওয়ার পরও ওমিক্রন শনাক্ত হওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একইসঙ্গে প্রশ্ন উঠেছে বুস্টার ডোজের কার্যকারিতা নিয়ে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া ২৪ বছরের ওই নারী বিমানবন্দরের যাত্রীসেবা বিভাগে কাজ করতেন। সংক্রমনের শিকার দ্বিতীয় ব্যক্তি ৬ ডিসেম্বর জার্মানি থেকে দেশে ফিরেছিলেন। এই দুজনই টিকার বুস্টার ডোজ পেয়েছিলেন। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

আরো পড়ুন:

মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘এর উচ্চ বিস্তার ক্ষমতা এবং বিশ্বের অনেক অংশে ছড়িয়ে পড়ার কারণে আমাদের সীমান্তে এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে আরও ওমিক্রনে সংক্রমণের ঘটনা পাওয়ার আশা করছি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়