ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

ভারতে ওমিক্রন শনাক্তের হার বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১০ ডিসেম্বর ২০২১  
ভারতে ওমিক্রন শনাক্তের হার বাড়ছে

ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। দেশটিতে এ পর্যন্ত ২৬ জনের দেহে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ভারতে ২ ডিসেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয়। ওই দিন দেশটিতে দুজনের দেহে ওমিক্রন শনাক্তের কথা জানানো হয়। 

এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লাভ আগরওয়াল বলেছেন, ‘এ পর্যন্ত দেশে ২৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রেই উপসর্গগুলো হালকা মাত্রার।’

আরো পড়ুন:

এই প্রেস ব্রিফিংয়ের কিছুক্ষণ পরেই আরও এক জনের ওমিক্রন শনাক্তের কথা জানানো হয়। ওই ব্যক্তি মুম্বাইয়ের ধারাভি এলাকার বাসিন্দা। ৪৯ বছরের ওই ব্যক্তি গত ৪ ডিসেম্বর তাঞ্জানিয়া থেকে ভারতে ফিরেছিলেন। তিনি কোনো টিকা নেননি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়