ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ওমিক্রন শনাক্ত হওয়া অধিকাংশই টিকাপ্রাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১১ ডিসেম্বর ২০২১  
যুক্তরাষ্ট্রে ওমিক্রন শনাক্ত হওয়া অধিকাংশই টিকাপ্রাপ্ত

যুক্তরাষ্ট্রে যে ৪৩ জনের দেহে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে তাদের অধিকাংশই টিকাপ্রাপ্ত। এমনকি এদের এক তৃতীয়াংশ তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিডিসি জানিয়েছে, ওমিক্রন শনাক্ত হওয়া ৩৪ জনই টিকার পূর্ণ ডোজপ্রাপ্ত এবং ১৪ জন বুস্টার ডোজ পেয়েছেন। এদের মধ্যে পাঁচ জন ওমিক্রন  শনাক্ত হওয়ার ১৪ দিন আগে বুস্টার ডোজ পেয়েছিলেন। টিকা পাওয়ার পরও ওমিক্রন শনাক্ত হয়েছে এমন লোকের সংখ্যা অবশ্য কম। তবে ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে এই তথ্য।

যুক্তরাষ্ট্রের ২২টি রাজ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে। আক্রান্তদের ২৫ জনের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। ১৪ জন দেশের বাইরে ভ্রমণে গিয়েছিলেন এবং ছয় জন এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আরো পড়ুন:

সিডিসি জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশেরই কাশি, শ্বাসকষ্ট ও অবসাদের মতো হালকা উপসর্গ রয়েছে। এর বাইরে বমি বমি ভাব বা বমি, শ্বাসকষ্ট বা শ্বাস নিতে অসুবিধা, ডায়রিয়া এবং স্বাদ বা ঘ্রাণশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও রয়েছে। এক জন দুদিনের জন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়