ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

লেবাননে ৩ ফিলিস্তিনি গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১৩ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:২০, ১৩ ডিসেম্বর ২০২১
লেবাননে ৩ ফিলিস্তিনি গুলিতে নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর টায়ারের একটি শরণার্থী শিবিরে গোলাগুলির ঘটনায় ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠন হাসাসের তিন সদস্য নিহত হয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) বুর্জ আল শিমালি শিবিরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে হামাস। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে লেবানন সেনাবাহিনী।

হামাস জানায়, ফিলিস্তিন কর্তৃপক্ষ ফাতাহ মুভমেন্টের অনুগত বাহিনীর লোকরা বুর্জ আল শিমালি শি শরণার্থী শিবিরে হামলা চালায়। এক ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে হামলার ঘটনাটি ঘটে। এতে হামাসের তিন সদস্য নিহত হন।

আরো পড়ুন:

তবে নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে ফাতাহ মুভমেন্ট। 

২০০৭ সালে গাজা ভূখণ্ডে যুদ্ধের পর থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস পরস্পরের প্রতিদ্বন্দ্বি হয়ে ওঠে। ওই লড়াইয়ের পর থেকে গাজা হামাসের নিয়ন্ত্রণে চলে যায়। পশ্চিম তীরের ওপর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ বজায় থাকে। সূত্র: ডিডাব্লিউ।

মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়