উত্তর কোরিয়ায় ১১ দিন হাসি-কান্না নিষিদ্ধ
উত্তর কোরিয়ায় ১১ দিনের জন্য নাগরিকদের হাসি-কান্না, মদপান ও বিনোদনমূলক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির শীর্ষনেতা কিম জং উনের বাবা কিম জং ইলের ১০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
উত্তর কোরিয়ার এক নাগরিকের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া বলেছে, ‘শোক পালনের সময় আমাদের অবশ্যই মদপান, হাসি কিংবা বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত নয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, রাষ্ট্রীয় এই শোক পালনের সময় কোনো নাগরিকের স্বজন মারা গেলে জোরে কান্না করার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শোক পালন শেষ হওয়ার পর ওই মৃতদেহ বাড়ি থেকে বের করতে দেওয়া হবে, এর আগে নয়।
তিনি বলেন, ‘শোক পালনের দিনগুলোতে কারো জন্মদিন হলে তাও উদযাপন করা যাবে না’ বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
উত্তর কোরিয়ার এই নাগরিক বলেন, ‘অতীতের দিনগুলোতে শোকের সময় মদ্যপান বা নেশা করেছিল এমন অনেককে গ্রেপ্তার করা হয়েছিল এবং আদর্শিক অপরাধী হিসাবে গণ্য করা হয়েছিল। তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আর কখনও দেখা যায়নি।’
ঢাকা/শাহেদ